বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মাত্র ২০ টাকায় মিলবে বছরে ২ লাখ টাকার সুবিধা

Published on: September 8, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

PMSBY প্রকল্প  প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা খুব কম প্রিমিয়ামে জীবন বিমা প্রদান করে।PMSBY হল কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম মাত্র ২০ টাকায় ২ লক্ষ টাকার বিমা কভার পান। কেন্দ্রীয় সরকার খুব নামমাত্র প্রিমিয়ামে কয়েক বছর আগে  প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল।

PMSBY-এর বার্ষিক প্রিমিয়াম মাত্র ২০ টাকা।৩১ মে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।PMSBY স্কিমে  ১৮-৭০ বছর বয়সী লোকেরা সুবিধা নিতে পারে।প্রিমিয়াম মাত্র ২০ টাকা বার্ষিক।সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হয় পলিসির প্রিমিয়ামও।ব্যাঙ্ক অ্যাকাউন্টটি PMSBY-এর সঙ্গে লিঙ্ক করা হয়।বিমার গ্রাহক যদি দুর্ঘটনায় মারা যান বা অক্ষম হয়ে যান, তাহলে তার নির্ভরশীলরা ২ লাখ টাকা পাবেন।দুর্ঘটনা ঘটলে ২ লাখ টাকা পর্যন্ত কভার দেওয়া হয়।

যাদের আয় খুবই কম PMSBY-এর উদ্দেশ্য  বিশাল জনসংখ্যার নিরাপত্তা প্রদান করা।এই নীতির জন্য ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে আবেদন করতে পারেন। সরকারি বিমা কোম্পানি এবং অনেক বেসরকারি বিমা কোম্পানিও এই প্ল্যান দিয়ে থাকে।

Join Telegram

Join Now