বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ওভারহেড এর তার ছিঁড়ে বিপত্তি

Published on: June 24, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

শক্তিগড় স্টেশনে ডাউন মেন লাইনের ওভারহেড এর তার ছিঁড়ে বিপত্তি। দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস কে। রেল সূত্রে জানা গেছে শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ মেন লাইনে একটি লোকাল ট্রেন যাওয়ার সময় ওভারহেড এর তার ছিঁড়ে পড়ে। ছেঁড়া তার পাশের লাইনেও চলে আসে।

সেই সময় আপ লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেস আসছিল। যাতে কোন দুর্ঘটনা বা যান্ত্রিক গোলযোগ সৃষ্টি না হয় তার জন্য শক্তিগড় স্টেশনেই দাঁড় করিয়ে দেওয়া হয় দিল্লিগামি রাজধানী কে। যদিও দ্রুত লাইনের উপর থেকে ছেঁড়া তার সরিয়ে ফেলেন রেলের ইলেট্রিক্যাল অফিসারেরা।এরপরই আপ লাইন দিয়ে রাজধানীকে পাশ করিয়ে দেওয়া হলেও,রেল সূত্রে যানা যায় ওভার হেডের তার ছেরার ফলে প্রায় ৩০মিনিট দাড়িয়ে যেতে হয় হাওড়া – দিল্লি রাজধানী কে।

এদিকে এই ওভার হেডের তার ছেরার ফলে বর্ধমান স্টেশনে ৮নম্বর প্লাটফর্মে বর্ধমান কাটোয়া ট্রেনের যাত্রীদের অসুবিধার মধ‍্যে পরতে স্টেশনে ৮নম্বর প্রাটফর্মে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকে যাত্রীরা।প্রচন্ড অসুবিধার মধ‍্যে পরতে হয় তাদের ।কেউ ২ঘন্টা কেউ আধঘন্টার মতো দাড়িয়ে থাকে প্লাটফর্মে।৮নম্বর প্লাটফর্মে স্টেশনে যাত্রীদের ভিড় পরে যায় ।অবশেষে সন্ধে ৭টা ৪১মিনিটে মিনিটে বর্ধমান কাটোয়া ট্রেন আসে ৮নম্বর প্লাটফর্মে তারপর ট্রেন চলাচল স্বাভাবিক হয় কাটোয়া লাইনে।

Join Telegram

Join Now