বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা

Published on: June 5, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

সূত্রের খবর, এবার অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা ছেড়ে যেতে বাধা দিল অভিবাসন দফতর।বিদেশ সফরে যাচ্ছিলেন রুজিরা ছেলে ও মেয়েকে নিয়ে।কলকাতা হাইকোর্ট অভিষেক ও রুজিরাকে বিদেশ সফরে যাওয়ার অনুমতি দিয়েছিল গত বছর জুন মাসে।সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রাখে।রুজিরাকে তার পরেও বিমানবন্দরে কেন আটকানো হল সেই প্রশ্ন উঠেছে।বিমানবন্দর সূত্রে বলা হচ্ছে,এনফোর্সমেন্ট ডিরেক্টরের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস রয়েছে। বিমানবন্দরে সেই কারণেই তাঁকে আটক করা হয়েছে।

সোমবার সকাল ৭ টা নাগাদ বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তাঁকে বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এ ঘটনা নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, অভিষেকের স্ত্রীকে কী কারণে আটকানো হয়েছে জানি না। আইনজীবীরা এ ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার তা নেবেন। কিন্তু এটা কাপুরুষোচিত ব্যবহার। অভিষেক যখন একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রায় ২ মাস ধরে ঘর ছাড়া, তখন তাঁর পরিবারের লোকজনকেও ছাড় দেওয়া হচ্ছে না। এই প্রতিহিংসার রাজনীতি পরাস্ত হবেই।

Join Telegram

Join Now