হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সাজোসাজো রব
রাজ্যের বিভিন্ন প্রান্তেও জাঁকজমক ভাবে চলছে হনুমান জয়ন্তীর বিশেষ পূজা অর্চনা
হনুমান জয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সাজোসাজো রব। রাজ্যের বিভিন্ন প্রান্তেও জাঁকজমক ভাবে চলছে হনুমান জয়ন্তীর বিশেষ পূজা অর্চনা। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভাটপাড়া বিধানসভার অন্তর্গত কাকিনাড়া ফলহাঁরি বাবা মন্দিরে হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছিল।
সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে লড়াকু সাংসদ অর্জুন সিং। তার সাথে ছিলেন তৃণমূল নেতা মুন্নু সাউ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী ও একাধিক তৃণমূল নেতৃত্ব। মন্দিরে পূজো দিয়ে ভক্তদের মাঝে খানিক সময়ও কাটালেন সাংসদ। তিনি বলেন, শিল্পাঞ্চলের একাধিক মন্দিরে বিশেষ পূজা অর্চনা চলছে।
পুজো ঘিরে প্রতিবছরের মতো এবছরও মানুষের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হনুমান জয়ন্তির দিন পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ হোক এমনটাই মনে করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ।