বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সন্তানের সঙ্গে কেমন আচরণ ? বলেছেন চাণক্য

Published on: March 25, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

INTERNET:সন্তানের সঙ্গে কখন কেমন আচরণ করবেন? বলে গেছেন চাণক্য-শিশুদের মানুষের মত কীভাবে মানুষ করে তুলতে হয়, তাঁর চেয়ে খুব কমজনেই তা জানত।চাণক্যই বলে গিয়েছেন, সন্তানদের লালনপালন কীভাবে করতে হয়।পাঁচ বছর বয়স পর্যন্ত স্নেহে লালন করতে হবে। দশ বছর পর্যন্ত শাসনের মধ্যে পালন করতে হবে। ষোড়শ বর্ষে পুত্রের সঙ্গে পিতা-মাতা বন্ধুর মত আচরণ করবেন।

পিতামাতার সন্তানের প্রতি কর্তব্য আছে।সেই কর্তব্য ঠিকমতো পালন করা উচিত।একটি জমিতে চাষ করতে গেলে যেমন আগে মাটি তৈরি করতে হয়, সেইরকমই শিশুমনকে সুশিক্ষা এবং আদর-যত্ন দিয়ে সুগঠিত করা প্রয়োজন। সেই দায়িত্ব বর্তায় শিশুর অভিভাবকদের ওপর। শিশু শিক্ষাগ্রহণের জন্য বাইরের জগতে যায় পাঁচ বছরের ঊর্ধ্ব থেকে ১০ বছর বয়স পর্যন্ত এই সময় একটু শাসন করতে হয়।

বন্ধুদের প্রভাবও এই সময় শিশুর মনের ওপর পড়তে থাকে।শিশুর চরিত্রে কোনও খারাপ লক্ষণ প্রভাব ফেলতে না-পারে মা-বাবাকে একটু কঠোর মনোভাবাপন্ন হতে হয় এই সময়।চাণক্য মনে করেন সুবিচার এবং বুদ্ধির মাধ্যমে শিশুর মনের বিকাশ এর জন্য মা-বাবার সজাগ দৃষ্টি রাখা উচিত ।১০ বছরের পর থেকে বন্ধুর মত আচরণ করা শুরু করা উচিত। যাতে সন্তান নিজের দায়িত্ব এবং কর্তব্যের ওপর ধীরে ধীরে মনঃসংযোগ দিতে পারে।

Join Telegram

Join Now