বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নির্বাচন কমিশনের নির্দেশ অনুয়ারী সব দলে দলীয় কর্মসূচী স্থগিত আদেশ সম্পূর্ণ হল।

Published on: February 14, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

১৪ ফেব্রুয়ারি, রাজ্যের আসন্ন ২০২৩ বিধানসভার নির্বাচনে, রাজ্যের নির্বাচনে কমিশনের নির্দেশ অনুয়ারী আজ মঙ্গলবার সব দলে দলীয় কর্মসূচী  স্থগিত আদেশ সম্পূর্ণ হল।আজ ১৪ ফেব্রুয়ারি,সকাল ১১ ঘটিয়া ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রে, cpim প্রার্থীর সমর্থনে এক সাড়াজাগানো সুবিশাল পথ দৃপ্ত পথ চলা মিছিল সংঘটিত হয়।

 

আজকের এই  পথ রেলিতে উপস্হিতি উপস্থিত ছিলেন,  ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রে cpim বিধায়ক ভানু লাল সাহা,পার্থ প্রতীম মঞ্জুদার, তাছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দূল হোসেন সহ বামগ্রেস কর্মী সমর্থকগন। আজকের পথ রেলিতে ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রে cpim মনোনীত প্রার্থী পার্থ প্রতীম মঞ্জুদার,সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান শাসক দল তথা বিজেপি সরকারকে তুলোধুনো করে,

 

বিশালগড় গড়ে বিজেপি ৫ বছরে প্রেক্ষাবট তুলে ধরে বলেন,রাজ্যে বিজেপি আসার ফলে রাজ্যের মানুষের চরম দূঃখ,দূর্দশায় নেমে এসেছে,শ্রমিকের কাজ নেই,বেকার চাকুরী নেই,মা-বোনের ইজ্জত লুন্ঠিত,মানুষের কথা অধিকার নেই, গনতন্ত্র আজ অসহায়, তাই রাজ্যের মানুষের  জীবন জীবিকার স্বার্থের, গনতন্ত্র প্রতিষ্টার রক্ষায় জন্য, ২০২৩ আসন্ন বিধানসভার নির্বাচনে বামগ্রেস জোটকে বিপুল ভোট জয়যুক্ত করা আহ্বান জানান।

Join Telegram

Join Now