তৃণমূল কংগ্রেস সভাপতি এবং যুব সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপনের
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের আশা কর্মীদের পক্ষ থেকে-পুননির্বাচিত খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সগড়াই অঞ্চলের আশা কর্মীদের পক্ষ থেকে-পুননির্বাচিত খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং যুব সভাপতিকে সংবর্ধনা জ্ঞাপনের এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে।
পুনর্বার খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অপার্থিব ইসলাম এবং যুব তৃণমূল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শুভেন্দু কুমার পাল। ইতিপূর্বে তাদের কাজে আপ্লুত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দল। তাতেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি খুশি খণ্ডঘোষ ব্লকের সগরায় অঞ্চলের আশা কর্মীরাও।
কারণ আশা কর্মীদের পাশে থেকেও কাজ করে গিয়েছেন অপার্থিব ইসলাম এবং শুভেন্দু কুমার পাল। তাই এদিন সগড়াই অঞ্চলের আশা কর্মীদের পক্ষ থেকে অপার্থিব ও ইসলাম এবং শুভেন্দু কুমার পাল কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।