বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

শেষমেষ ধরা পরল হোটেলের মালিক

Published on: July 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বিষ মদ কাণ্ডে শহর জুড়ে চলছে তোলপাড়,ইতিমধ্যে বর্ধমানে দেশ মদের দোকান বন্ধ করছে পুলিশ প্রসাসন। মূলত যেসব ব্যক্তিদের মদ খেয়ে মৃত্য হয়েছে তাঁরা বেশিরভাগই বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা তারা মা হোটেলে মদ পান করছিলেন

এছাড়া এই দোকান থেকে অন্যান্য মদ বিক্রেতারা কিনে নিয়ে মদ বিক্রি করেছেন।কার্যতঃ মৃত্যুর ঘটনায় গা ঢাকা দিয়েছিল তারা মা হোটেলের কর্ণধার গণেশ পাসওয়ান,পুলিশির অভিযানে শেষমেশ গ্রেফতার হয় হোটেল মালিক গণেশ পাসওয়ান।

আজ বর্ধমান থানার পুলিশ ধৃত গনেশকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানান বর্ধমান থানা।বিষ মদ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন

Join Telegram

Join Now