মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার
মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ
মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকার নাম নাজরিন খাতুন। তার বাবার নাম সেনাউল শেখ। কালিয়াচক থানার সুজাপুরের বামন গ্রাম কামাত পাড়া এলাকায় তার বাড়ি বলে জানান নাবালিকা। জানা যায়, চার দিন আগে সে বাড়ি থেকে বের হয়। বাড়ির লক খোঁজাখুঁজি করেও পায়নি।
সোমবার সকালে মালদা শহরের হ্যান্টা কালী মোড় রেললাইনে আত্মহত্যা করার চেষ্টা করছিল সেই নাবালিকা। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেয়। বাড়ির লোকজনকে ডেকে নাবালিকাকে পুলিশ তাদের হাতে তুলে দেয়। বাড়ির লোকজন থানা থেকে বাড়িতে নিয়ে গেলে আবার বাড়ি থেকে বেরিয়ে যায়।
অবশেষে সোমবার রাত্রি দশটা নাগাদ মালদা শহরের সিংপাড়া এলাকায় মেয়েটিকে আবার ঘুরাঘুরি করতে দেখে। স্থানীয় ক্লাবের সদস্যরা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেয়। ইংরেজবাজার থানার পুলিশ তাকে উদ্ধার করতে কাছে গেলেই সে চেঁচামেচি করে বলে সে কোনমতে আর বাড়িতে ফিরে যাবে না।