শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে থাকবেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী তুঙ্গে জল্পনা
শুক্রবার রাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
শুক্রবার রাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত একইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নিমন্ত্রিত রয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিজেপি সূত্রে জানা গিয়েছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের আগেই বিষয়টি ঠিক হয়েছিল। যদিও দলের অধিকাংশ এর কাছে বিষয়টি এখনও জানানো হয়নি। এই সফরের কথা জানেন রাজ্য স্তরের কিছু নেতা।
সৌরভের বাড়িতে অমিতের নৈশভোজ নিয়ে রাজ্যের শাসক তৃণমূল বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদ্দৌ কোন প্রতিক্রিয়া আসে কিনা সেটাই দেখার। সৌরভের বেহালার বাড়িতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ যাওয়ার কথা অমিত, শুভেন্দু এবং স্বপনের। ঘটনাচক্রেই যে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভের পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। ঐবঅনুষ্ঠানে রাজ্যের কোনও প্রতিনিধিকে আমন্ত্রণ না-জানানো নিয়ে ইতিমধ্যেই ভালই বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপির একটি সূত্রের দাবি, অমিত নিজেই সৌরভের বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতোই বার্তা পৌঁছয় বেহালায়। তার পর থেকেই নৈশভোজের জন্য তোড়জোড় শুরু হয়েছে। তবে প্রত্যাশিত ভাবেই এর মধ্যে উভয়পক্ষই রাজনীতিকে টেনে আনতে চাইছে না। কিন্তু রাজনীতির অনুষঙ্গ এসেই যায়। কারণ, রাজ্যে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে বিজেপি যে সৌরভকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুরোধ করেছিল, তা কারওরই অজানা নয়।
সৌরভের বাড়িতে অমিতের সফর নিয়ে মমতা কী বলেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে একাংশের মনে। সৌরভ সম্ভবত আগেই মমতাকে অমিতের নৈশভোজ প্রসঙ্গে জানিয়ে রেখেছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। যদিও এই খবরের কোনও আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।