“সিদ্ধার্থকে হারিয়ে আজ যে কোনও পরিস্থিতিতেই শক্ত থাকতে শিখে গিয়েছি”, বললেন শেহনাজ গিল
মাত্র ৪০-এই থেমে গিয়েছিল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। বিগ বস ১৩র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছিল পুরো বলিউডকে।

মাত্র ৪০-এই থেমে গিয়েছিল সিদ্ধার্থ শুক্লার বর্ণময় জীবন। বিগ বস ১৩র বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর খবর নড়িয়ে দিয়েছিল পুরো বলিউডকে। ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি।হাসপাতালে আনতে আনতে সিদ্ধার্থকে মৃত বলে জানান চিকিৎসকেরা। এত কম বয়সে হার্ট অ্যাটাকে কেন মৃত্যু হল ফিটনেস ফ্রিক সিদ্ধার্থর। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সিদ্ধার্থর। এই নিয়ে কম জল্পনা হয়নি।
২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার পর থেকেই সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর আসতেই এক ঝলকে এই খবর মিথ্যে বলে মনে হলেও একাধিক মিডিয়া নিশ্চিত করতে থাকে এ খবর সত্যি। এক লহমায় যেন শেষ হয়ে গিয়েছিল সবকিছু। চোখের জল ধরে রাখতে পারেনি সহকর্মী থেকে অনুরাগী কেউই। সিদ্ধার্থ চলে যাওয়ার পর শেহনাজের অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। তবে বর্তমানে অবশ্য তিনি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন।
সিদ্ধার্থ চলে যাওয়ার পর শেহনাজ স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অনেকটাই। সিদ্ধার্থ ও শেহনাজের বিয়ের কথা চলছিল। শুরু হয়ে গিয়েছিল তাদের বিয়ের প্রস্তুতি। তবে, এবিষয়ে কখনও মুখ খোলেনি সিদ্ধার্থ বা শেহনাজ কেউই। মুখ খোলেনি তাঁদের পরিবারও। তবে বর্তমানে সালমান খানের সাথে শেহনাজ গিলের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই নিয়ে অনেকেই অভিনেত্রীকে নানাভাবে আক্রমণ করেছেন। সম্প্রতি শেহনাজ নারীশক্তির সচেতনতা প্রচারের এক অনুষ্ঠানে যোগদান করে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মেয়েদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু কথা বলেন।
এদিন তিনি বলেন, “মেয়েদের নরমসরম, অসহায় ভাবার দিন ফুরিয়েছে। আমরা মোটেই বেচারি নই। আমায় দেখো, আমি মানসিক ভাবে কতটা শক্ত। জীবনের যে কোনও সমস্যার মুখোমুখি হতে চাইলে আমার থেকে শিক্ষা নিতে পারো। ধাক্কা খেলে তবেই তো মানুষ শেখে। আমারও তা-ই হয়েছে”। সিদ্ধার্থকে আচমকা হারিয়ে ফেলে তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন। আত্মবিশ্বাসে ভর করে ধীরে ধীরে শক্ত হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি জীবনের যে কোনও পরিস্থিতির সম্মুখীন হতে শিখে গিয়েছেন বলেও জোর গলায় জানিয়েছেন অভিনেত্রী।