২৫২ তম বাৎসরিক উরস

মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ যাকের আলী আলকাদেরী আলহাসানী আলহুসায়নী আলবাগদাদী পাকের ২৫২ তম বাৎসরিক উরস উৎসব পালিত হচ্ছে

মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ যাকের আলী আলকাদেরী আলহাসানী আলহুসায়নী আলবাগদাদী পাকের ২৫২ তম বাৎসরিক উরস উৎসব পালিত হচ্ছে আজ শুক্রবার দিবাগত রাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকরপাড়ায় অবস্থিত মাযার শরীফ ও তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ পাকে।গওসে সানী পাক’- নামে খ্যাত এই মহান তাপস ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সঃ)সল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়াসাল্লাম পাকের ২৯ তম বংশধর।

 

একই সঙ্গে তিনি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গওসুল আযম হযরত আব্দুল কাদির জিলানীর ১৬ তম বংশধর।
আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে ১৭৬৬ খ্রিস্টাব্দে তিনি তাঁর পিতার সঙ্গে হিন্দুস্থানে তশরিফ আনেন। পরবর্তী কালে তাঁর পিতা পরিবার পরিজন সহ ফিরে গেলেও সুফি তরিকার প্রসারের লক্ষ্যে ‘গওসে সানী পাক’ রয়ে যান মঙ্গলকোটে আর তাঁর কনিষ্ঠ ভ্রাতা ‘কুতুবে বারী পাক’ চলে যান বিহারের পূর্ণিয়া জেলার হযরত রওশনগঞ্জপাকে।

 

গওসে সানী’ পাকের জন্ম ১১১১ হিজরিতে হয়েছিল। ১১৯২ হিজরির ৫ ই যিলহজ, ইংরেজি ১৭৭৮ খ্রিস্টাব্দে তাঁর বেসালে হক হয়েছিল।
হযরতের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী- সাজ্জাদানশিন হুযুর পাক, হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আলকাদেরী আলবাগদাদী-র পরিচালনায় এই অনুষ্ঠান পালিত হচ্ছে। মঙ্গল কোটের এই উরস উৎসবে বাংলাদেশ থেকে কয়েকটি রিজার্ভ বাস এসেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জাতি-ধর্ম নির্বিশেষে অসংখ্য মানুষ এই পবিত্র উরস উৎসবে যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *