হরলিক্স ফ্যাক্টরিতে মেশিনে আগুন লেগে গুরুতর জখম ২
মালদা :- হরলিক্স ফ্যাক্টরিতে মেশিন আগুন লেগে গুরুতর জখম উত্তরপ্রদেশের দুই শ্রমিক। এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরে। জানা গেছে জখম দুই শ্রমিকের নাম মনোজ কুমার যাদব এবং মুখেশ যাদব। দুইজনেরই বাড়ি উত্তরপ্রদেশে।
জানা যায় প্রতিদিনের মতো এদিন দুপুরে নারায়ণপুরের একটি হরলিক্স ফ্যাক্টরিতে কাজ করছিলেন তারা। ঠিক সেই সময় মেশিনে আগুন লেগে জখম হয় তারা। এর পরই তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন।