বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৭ জেলায়

গত কয়েকদিনের মতোই আগামী ২৪ ঘন্টাতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। দক্ষিণবঙ্গেও কার্যত একই পরিস্থিতি। রাজ্য জুড়েই তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৫ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী চার-পাঁচ দিন জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৪ এপ্রিল সোমবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৫ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদবাদ, নদিয়া জেলার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪-৫ দিন জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। গত ২৪ ঘন্টা পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে। আর অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়েছে।

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবারের তুলনায় এই তাপমাত্রা ১ ডিগ্রি কম। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *