মহিলাদেরও আইপিএল ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়

INTERNET- মহিলাদেরও আইপিএল (Woman’s IPL) শুরু হতে চলেছে, শুক্রবার ঘোষণা করে দিয়েছেন বোর্ড (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। মোট ছয় দলের টুর্নামেন্ট হবে। বহুদিন ধরেই কথা চলছিল, অবশেষে আইপিএল (IPL) শুরুর আগে এই বড় ঘোষণা বোর্ডের।সেটি পরের বছর থেকেই শুরু করে দিতে পারব আমরা। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থা মহিলাদের লিগ করলেও বোর্ডের তরফ থেকে আইপিএল শুরু করেনি। এবার সেটি হতে চলেছে। সৌরভকে বহুবার এই নিয়ে মহিলা ক্রিকেটাররা ব্যক্তিগতভাবে অনুরোধও করেছিলেন। সেই আশা পূরণ হতে চলেছে এবার।

 

চলতি মরসুমে তিনটি দল নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করবে বোর্ড। গত তিনবছর ধরে যা হয়ে এসেছে। এই খবর জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ‘গ্রুপ পর্ব ও প্লে অফের মধ্যে তিনটি দলকে নিয়ে চারটি ম্যাচ হবে।’ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এই ছয়টি দল নির্বাচনের জন্য প্রথম প্রস্তাবটি শুধুমাত্র বিদ্যমান আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে দেওয়া হবে।সকল ফ্র্যাঞ্চাইজির সামনে মহিলা দল গঠনের প্রস্তাব দেবে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *