ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

ফুটবল ময়দানে এ বছর 27 বছরে পদার্পণ করল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

মেমারি দু’নম্বর ব্লকে সাতগেছিয়া বড় বাগান সাঁওতা সুশৌর গাঁওতা পক্ষ থেকে কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয় ফুটবল ময়দানে এ বছর 27 বছরে পদার্পণ করল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা।এই খেলায় মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছেন।এই খেলায় চূড়ান্ত পর্যায়ে পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছেন কারকান্ড মারাং বুরু বিজয় একাদশ ও সরেন একাদশ আমাদপুর মেমারি।

প্রাকৃতিক বিপর্যয়ের (বৃষ্টি) কারণে টসের মাধ্যমে খেলার নিষ্পত্তি হয়।বিজয়ী হন সরেন একাদশ আমাদপুর মেমারি এবং বিজেতা হন কারকণ্ডা মারাং বুরু বিজয় একাদশ।বিজয়ী সরেন একাদশ আমার পুর মেমারি দলের অধিনায়কের হাতে নগদ 24 হাজার টাকাও বিজেতা দলের কারকণ্ডা মারাংবুরু বিজয় একাদশ অধিনায়কের হাতে20 হাজার টাকা তুলে দেন।

এছাড়াও ম্যান অব দ্যা সিরিজ হন সরেন একাদশ আমাদপুর মেমারি জয়ন্ত সরেনও বেস্ট গোলকিপার নির্বাচিত হন সরেন একাদশ আমাদপুর বাবুলাল মুর্মু।এছাড়াও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের।এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন স্বপন পোদ্দার, সুকুমার মন্ডল, অনুপ হালদার, ক্লাব সেক্রেটারি মানিক হেমরম, সভাপতি মধু বাস্কে, কোষাধক্ষ অভয় টুড সদস্য দীপঙ্কর হাঁসদা, আদিত্য হেমরম , মিলন টুড সহ সকল সদস্য ও ফুটবলপ্রেমী দর্শক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *