বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

১ টাকা বেশি দিয়ে পান আগের থেকে বেশি সুযোগ

Published on: November 16, 2019
---Advertisement---

Join WhatsApp

Join Now

রি
লায়েন্স জিও-এর প্রিপেড প্ল্যানে মেগা অফার। আগের দামের মাত্র ১ টাকা বেশি দিয়েই পান পাচ্ছেন এই  অফারাটি। এই অফারে আগে থেকে আরও বেশি সুযোগ। থাকছে ২ জিবি ডেটা, ১০০টি এসএমএস ও ১০০০ মিনিট ফ্রি কলিং নন জিও-তে।
নয়া অফারটির আসল মূল্য ৪৪৪ টাকা। এই রিচার্জ যদি আগামী ১৫ নভেম্বরের মধ্যে করলে পাবেন ৪৪ টাকা ছাড়া। অর্থাৎ দাম দাঁড়াবে ৪০০ টাকাতে।
পাশাপাশি ৫৫৫ টাকার প্ল্যান নির্বাচন করলে মিলবে ৫০ টাকা ছাড়। অতিরিক্ত পাওয়া যাবে ৩০০০ মিনিট ফ্রি নন জিও কলিং।
তবে এই ৪৪৪ টাকার প্ল্যানের অফারটি পাওয়ার জন্য পেটিএম ব্যবহারকারীদের SHUBHP44 কোড ব্যবহার করতে হবে। ৫৫৫ টাকা প্ল্যানের জন্য ব্যবহার করতে হবে SHUBHP50 কোডটি।
গতমাসে জিও তরফে নন জিও কলিংয়ের ওপর প্রতি মিনিটে ৬ পয়সা চার্জ বসানোর কথা ঘোষণা করে। এরপর বহু মানুষ জিও-তরফ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। বদলে নেয় কানেকশন। চলে যায় এয়ারটেল, ভোডাফোনে।
এই সময়কে কাজে লাগিয়ে মার্কেটে নামে রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। তাদের তরফে ঘোষণা করা হয় যে, বিএসএনএল কানেকশন ব্যবহার করলে টাকা দেবে তারা।
ফের লোক টানতে একাধিক ছাড়ের ঘোষণা করে রিলায়েন্সের জিও সংস্থা। ছাড় দেওয়া হয় ৫০ টাকা করে।                   

Join Telegram

Join Now