সুপার সাইক্লোন আমফন অবস্থান করছে দিঘা থেকে 630 কিমি দক্ষিণ পশ্চিম এ
রিয়া ঘোষ :কলকাতা – সুপার সাইক্লোন আমফন এখন অবস্থান করছে দিঘা থেকে 630 কিমি দক্ষিণ পশ্চিম এ ।এটা উত্তর পূর্ব দিকে যাবে। আগামী কাল বিকেলে দিঘা ও বাংলাদেশ এর হাতিয়া আই ল্যান্ড এর মইধ্যে দিয়ে প্রবেশ করবে । এটা যখন ঢুকবে তখন 185 থেকে200 কিমি গতি থাকবে। সমুদ্রে জ্বলচ্যাস দুই 24 পরগনা যে 4 থেকে 5 মিটার হবে। নিচু এলাকাতে জল ঢুকতে পারে ।
পূর্ব মেদিনীপুর এ 3 থেকে 4 মিটার জল চ্যাস হবে । যখন এই ঝড় প্রবেশ করবে তখন হাওড়া , হুগলী ,কলকাতা যে 100 থেকে120 কিমি ঝড় হবে । দুই 24 পরগনা, হাওড়া, হুগলী , পূর্ব মেদিনীপুর এ কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
এই ঝড় এ সবচেয়ে বেশি ক্ষতি হইবে দুই 24 পরগনা , পূর্ব মেদিনীপুর। তারপর ক্ষতি হবে কলকাতা, হাড়রা, হুগলী , পশ্চিম মেদিনীপুর এ । প্রচুর গাছ ও বাড়ি , লাইষ্টপোস্ট ও পড়বে। কলকাতা যে 20 তারিখ সকালে 75 থেকে 85 কিমি বেগে ঝড় হবে । যখন আমফন ঢুকবে বিকেলে তখন কলকাতা তে ঝড় হবে 120 থেকে 130 কিমি।