বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

রাজ্য বাসীকে দান করার জন্য আবেদন…… ,দিলেন একাউন্ট নম্বর

Published on: March 25, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
আগামী ১৪এপ্রিল পর্যন্ত  করোনার জেরে লকডাউন,ব্যবসা পত্র বন্ধ।এই পরিস্থিতিতে টান পড়েছে রাজ্যের অর্থ ভান্ডার এ । আর তাই সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানালেন মমতা ব্যানার্জী ।
ব্যাঙ্ক এর একাউন্ট এ সরাসরি বা ওয়েবসাইট  এ অ্যাপের  মাধ্যমে আর্থিক সহযোগিতা করতে পারবেন যে কেও।  নবান্নে সাংবাদিক বৈঠকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও  আইএফএসসি কোড জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী  মমতা ব্যানার্জী ।এছাড়া কোনো জিনিস কেও দিতে চাইলে  সরাসরি দিতে পারবেন তার ও একটা ফোন নম্বর দিলেন।
 মুখ্যমন্ত্রী বলেন,কোনো কিছুর সময় পায়নি। তাই মাক্স বা স্যানিটাইজার রেডি করা যায়নি। কাজ চলছে। অন্য দিকে দোকানপাট বন্ধ, লোকের হাতে পয়সা নেই।আমরা একটা  আপত্কালীন ত্রাণ তহবিল করেছি। যে কেউ সহযোগিতা করতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ৬২৮০০৫৫০১৩৩৯। আইএফএসসি কোড- আইসিআইসি ০০০৬২৮০। এছাড়া লগ করতে পারেন ওয়েব সাইট  wb.gov.in-এ।” এর পাশাপাশি কিছু জানতে হলে  থাকছে একটি মোবাইল নম্বরও। যোগাযোগ করুন সঞ্জয় বনশল- ৯০৫১০২২০০০। এই তহবিলে শুধু আর্থিক সহযোগিতা নয়, জিনিসপত্রও দিতে পারেন। 

Join Telegram

Join Now