বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

মানুষকে সাবধাান করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল খোদ পুলিশকেই

Published on: March 25, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
সোভান রায় :কোলকাতা — গোটা দেশে লকডাউনকরোনা রুখতে ২১ দিন দেশবাসীকে ঘরবন্দী থাকার পরামর্শ দিয়েছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদিতা সত্ত্বেও চরম অসাবধানতার পরিচয় দিচ্ছেন সাধারণ মানুষকরোনার সংক্রমণ রুখতে এটাই একমাত্র পথ, বারবার বলা হচ্ছে সে কথা কিন্তু কোনও কথাই যেন কানে তোলার পাত্র নন মানুষলকডাাউনের মধ্যেও যথেচ্ছ রাস্তায় বেরচ্ছেন তাঁরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলেই নির্দেশ দিয়েছিলেন মনুষের রাস্তায় বেরনোর এই প্রবৃত্তি কড়া হাতে দমন করতে হবে পুলিশকে সেই মতো গত ২দিন ধরেই  পথে নেমেছে পুলিশ
 কিন্তু এবার মানুষকে সাবধাান করতে গিয়ে হেনস্থার মুখে পড়তে হল খোদ পুলিশকেই সল্টলেকে গাড়ি থামাতেই তরুণীর হেনস্থার মুখে পড়তে হয় বিধাননগর উত্তর থানার পুলিশের এক আধিকারিককে সূত্রের খবর, তরুণীকে বাইরে যেতে না করেছিলেন ওই আধিকারিক এতেই পুলিশকে উদ্দেশ্য করে গালাগালি করতে শুরু করে ওই তরুণী তাঁকে আটকানোর জন্য পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে ওই তরুণী মৌখিক বিবাদ  এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই ছুটে এসে পুলিশ আধিকারিকের উর্দি চেটে, তাতে লিপস্টিকের দাগ লাগায় অভিযুক্ত

Join Telegram

Join Now