বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ভাঙনের তান্ডবে এখন দিশেহারা গ্রামবাসী,জলে তলিয়ে গিয়েছে এলাকার প্রায় ৭০ টি বাড়ি

Published on: August 5, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সোনা গোস্বামী:মুর্শিদাবাদ:-করোনা, লকডাউন মাথায় উঠেছে, ভাঙনের তান্ডবে এখন দিশেহারা গ্রামবাসীমুর্শিদাবাদে ফরাক্কা ব্লকের কুলিদিয়ার, হোসেনপুর চরে গঙ্গা ভাঙন শুরু হয়েছে গত চারদিন ধরেইতিমধ্যে জলে তলিয়ে গিয়েছে এলাকার প্রায় ৭০ টি বাড়ি, চোখের সামনে তলিয়ে যাচ্ছে বিঘা বিঘা ফসলী জমিযখন ভিটেমাটি ছাড়া হয়ে ঘুম উড়েছে স্থানীয়দের, বারবার সমস্যার বিষয় জানানো সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের বলে অভিযোগ বাসিন্দাদের

চোখের সামনে একটু একটু করে গঙ্গার জলে তলিয়ে যাচ্ছে ভিটে মাটিকখন আবার ধ্বস নামে- সেই আতঙ্কে রাত জাগছেন অসহায় মানুষগুলিফরাক্কার কুলিদিয়ার চরে গঙ্গা ভাঙনের পর এবার গঙ্গা ভাঙনের কবলে ফরাক্কার হোসেনপুর চরের বাসিন্দারাগত চারদিন ধরে চরে ভাঙন শুরু হয়েছেগঙ্গা ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে চরের বাসিন্দাদেরইতিমধ্যেই প্রায় ৭০টি বাড়ি গঙ্গা বক্ষে তলিয়ে গিয়েছেভিটে মাটি হারানো পরিবারগুলি ঠাই নিয়েছে গ্রামের কোন স্কুলে কিংবা রাস্তার পাশে

অনেকেই আবার ঘর বাড়ি থেকে জরুরি সামগ্রী সরিয়ে অন্যত্র ঠিকানা খুঁজছেন, এককথায় নাওয়া খাওয়া ভুলে এখন টিকে থাকার লড়াই চালাচ্ছেন ফরাক্কার কুলিদিয়ার ও হোসেনপুর চরের মানুষজনগঙ্গা ভাঙনে মাথায় হাত পড়েছে পাট চাষিদেরওচোখের সামনে তলিয়ে যাচ্ছে ফসলী জমি তাই অবশিষ্ট জমির পাট কেটে নিতে বাধ্য হচ্ছেন পাট চাষিরা

সেচ দপ্তরের তরফে গঙ্গা ভাঙন রোধে বালির বস্তা দিয়ে সাময়িক বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছেএলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাও জলের তলায়ফরাক্কা ব্যারেজ কতৃপক্ষের তরফে কোন সহযোগিতা মিলছে না, অসহায় পরিবারগুলির পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না- এমন অভিযোগও করছেন অনেকেই

Join Telegram

Join Now