ভলান্টিয়ার হতে যোগাযোগ করুন বললেন মুখ্যমন্ত্রী
করোনার প্রকোপ থেকে মুক্তি পেতে নবান্নে চলছে একের পর এক বৈঠক
১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে চলছে লকডাউন। আক্রান্তের সংখ্যা বাংলায় ২২ ,মারা গিয়েছেন ২ জন আক্রান্ত। সবমিলিয়ে করোনার আতঙ্কে নাজেহাল গোটা রাজ্য। পরিস্থিতির নজর রাখতে দফায় দফায় নবান্নে দলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।
সোমবারও নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই লকডাউন এর সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন থাকলেও খোলা থাকছে জরুরি পরিষেবা। হাসপাতাল, বাজার,মুদিখানা সমস্ত সুবিধাই পাবেন সাধারণ মানুষ।মমতা বন্দোপাধ্যায় লকডাউন এ যাঁরা ভলান্টিয়ার কাজ করতে চান তাদের জন্য ০৩৩২৩৪১২৬০০নম্বরে যোগাযোগ করতে বলেন।