বৌভাতের অনুষ্ঠান বাতিল

INTERNET- ১,২০০ মতো লোক নিমন্ত্রিত ছিলো। করোনা ঠেকাতে বৌভাতের অনুষ্ঠান বাতিল। সিদ্ধান্তকে সাধুবাদ জানাল চিকিত্সক মহল।জলপাইগুড়ি জেলার নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ফিরোজনুর পাটোয়ারি দেওর রাহুল ইসলামের বিয়ে উপলক্ষে বাড়িতে রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত ছিলো প্রায় ১,২০০ জনের মতো।ব্যাপক হারে করোনা সংক্রমণ শুরু হয় জলপাইগুড়ি জেলা জুড়ে।
উদ্বেগজনক পরিস্থিতি দেখে পরিবার সমগ্র অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন। হাতে গোনা কয়েকজন মিলে গতকাল রাতে পাত্রকে নিয়ে গিয়ে বিয়ের অনুষ্ঠান সেরে মেয়েকে বাড়িতে নিয়ে আসে। এটা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ মানুষ যদি এভাবে সচেতন হয় তবে কোভিড সংক্রমণ অনেকটা ঠেকানো সম্ভব হবে।