বাসে চাপলেই ২৫ টাকা, কত কিলোমিটারে কত টাকা দেখে নিন
২০ জন যাত্রী নিয়ে সামনের সপ্তাহে চালু হচ্ছে বেসরকারি বাস ও মিনি বাস। বাসের খরচ তুলতে তাই বাস মালিকরা এক লাফে ভাড়া বাড়িয়ে দিয়েছে কয়েক গুন্। এরপর কত কিলোমিটার যেতে কত টাকা খরচ পড়বে তার একটা ভাড়ার লিস্ট প্রকাশ করা হলো।বাস এ ওঠার ৪কিলোমিটার পর্যন্ত ভাড়া লাগবে ২৫ টাকা। ৪ থেকে ১২ কিলোমিটার ৩০ টাকা। ১২ থেকে ১৬ কিলোমিটার ৩৫ টাকা।১৬ থেকে ৩০ কিলোমিটার যেতে ভাড়া গুনতে হবে ৪০ টাকা।
মিনিবাসে চাপলেই ৬কিলোমিটার পর্যন্ত ৩০ টাকা। ৬ থেকে ১০ কিলোমিটার ৩৫ টাকা। ১০ থেকে ১৪ কিলোমিটার ৪০ টাকা। ১৯কিলোমিটার পর্যন্ত ৪৫ টাকা এবং তার বেশি হলে ৫০ টাকা ভাড়া লাগবে।মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বাস চলার ক্ষেত্রে ভাড়া কি হবে তা ঠিক করবেন বাস মালিকরা। এখন প্রশ্ন তাহলে কি করবেন সাধারণ মানুষ ?যাদের সাধ্য তারা চাপবেন ,যারা পারবেন না তারা বাসে চাপবেন না।