বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পূর্বপুরুষের ছবি কখনই ঘরে ঝুলিয়ে রাখা উচিত্‍ নয় Pictures of ancestors should never be hung in the house

Published on: October 3, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্বপুরুষের ছবি বাড়িতে রাখার সময় মাথায় রাখুন –

২৯ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পিতৃপক্ষ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই সময়ে তর্পণ, দান, শ্রাদ্ধ অনুষ্ঠান এবং পিন্ড দান করেন, যাতে তাঁদের আশীর্বাদ পাওয়া যায়। কী কী বিষয় মাথায় রাখা উচিত্‍ বাড়িতে পূর্বপুরুষের ছবি রাখার সময়।বাস্তু নিয়ম অনুযায়ী পূর্বপুরুষের ছবি বাড়ির পূজা মন্দিরে লাগানো শুভ নয়।

পূর্বপুরুষের ছবি উপাসনাস্থলে লাগানো নিষিদ্ধ বলে বিবেচিত হয়েছে শাস্ত্রে ।ছবি  ঘরে ঝুলিয়ে রাখা উচিত্‍ নয় কাঠের স্ট্যান্ডে পূর্বপুরুষদের ছবি রাখতে হবে। শোওয়ার ঘরে, বাড়ির মধ্য অংশে বা রান্নাঘরে রাখা উচিত্‍ নয়।বাস্তুশাস্ত্র অনুসারে, জীবিত মানুষের ছবির উপরে পূর্বপুরুষদের ছবি কখনই লাগানো উচিত্‍ নয়। এটি করলে জীবিত মানুষের আয়ু কমতে শুরু করে।

বাড়ির উত্তর দিকে পূর্বপুরুষের ছবি রাখা ঠিক বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মতে।পূর্বপুরুষদের দক্ষিণ দিকে মুখ করা উচিত্‍ ।সবার চোখ পড়ে যায় এমন জায়গায় ছবি রাখেন।এটি বাস্তুসম্মত কাজ নয়। এ বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে।

Join Telegram

Join Now