বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ঘুটিয়া শরিফের বোমা বিস্ফোরণে গুরুতর আহত তিন শিশু

Published on: February 18, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                                রিয়া ঘোষ :কলকাতা –
 বোম নিয়ে খেলা করতে গিয়ে, বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন শিশু। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ। ঘটনা  সূত্রে, জিবনতলা থানার ঘুটিয়া শরিফ এলাকার বাসিন্দা ছাত্তার মোল্লা বেশ কিছু বোম বানিয়ে রোদে শুকাতে দেয়।


 আর সেই বোমা অজান্তে ছোট ছোট শিশুরা নিয়ে খেলার ছলে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে যায়। আর সেই বোমা বিস্ফোরণে গুরুতর আহত হলেন তিন শিশু। এরপর তাদের আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি নিয়ে যায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে।


 সেখানে তাদের অবস্থার অবনতি হলে  দুই শিশুকে তড়িঘড়ি কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে  রেফার করে চিকিৎসক। মাতারবাড়ি থেকে প্রচুর পরিমাণে বেআইনি বোমা উদ্ধার করে পুলিশ। কি কারনে বেআইনিভাবে বোমা মজুদ করে রেখেছিল তা তদন্ত শুরু করেছে জিবনতলা থানা পুলিশ।


Join Telegram

Join Now