কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

সৌজন্যে :ইন্টারনেট – বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড়। সঙ্গে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের । আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা,  দুই ২৪ পরগনায়, পূর্ব বর্ধমান হাওড়া, হুগলি,এবং নদিয়ায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।  ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই।
                 

               সপ্তাহ ব্যাপী বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা । দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।  দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হওয়ার জেরেই বৃষ্টি রাজ্য জুড়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *