বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

করোনার কাটায় চাপা পড়েছে,বায়না হয়নি এখনও, মুখভার শিল্পীদের

Published on: July 13, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

দুর্গা প্রতিমার বায়না হয়নি এখনও, মুখভার শিল্পীদের ।সোমবার রথযাত্রা রীতি অনুযায়ী এদিন থেকে কাঠামো বাধার মধ্য দিয়ে জলপাইগুড়ির মৃৎ শিল্পীলয়ে শুরু হয় দেবী দুর্গার প্রতিমা তৈরীর কাজ। স্বাভাবিক ভাবেই মৃৎ শিল্পীদের কাছে এই দিন টি উৎসবের। কিন্তু করোনার কাটায় চাপা পড়েছে তাদের এই উৎসব। বড় সড় ক্ষতির আশঙ্কায় এবার মুখভার মৃৎ শিল্পীদের । মৃৎ শিল্পী জীবন পাল বলেন , গত বারও এই করোনা পরিস্থিতিতে ঠিক মত প্রতিমা গড়তে পারেনি এবারও একই সমস্যা। কি হবে জানিনা । শহরের বড় দুর্গাপুজো কমিটিগুলি অনেক আগে থেকেই বায়না পত্র দেন । কিন্তু এখনো সে রকম কিছু জানতে পারছি না।

একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে প্রতিমা তৈরীর সরঞ্জামের দাম আকাশ ছোয়া। গত বার কিছু বড় প্রতিমা তৈরী করেও পরে আছে। এই জন্য অগ্রীম অর্ডার না পাওয়া পর্যন্ত বানাব না। অন্যদিকে আর এক শিল্পী বলেন, দ্বিতীয় ডেউয়ে সংক্রমনের হার নিম্নমুখী হয়ে আসলেও এখনো কমবেশী কিছু মানুষ প্রতিদিনই সংক্রমিত হচ্ছেন । এই প্রেক্ষাপটে সর্বত্রই উদ্বেগ করোনার তৃতীয় ঢেউ কবে । চিন্তার ভ্যাজ সব মহলে । জিনিস পত্রের দাম যে হারে বাড়ছে তাতে এই পরিস্থিতিতে আমাদের মুর্ত্তি তৈরীর খরচ বহুগুন বেড়ে যাচ্ছে। বড় ভাল প্রতিমা তৈরী করেও ন্যায্য দাম পাই না অনেকেই ,কিছু টাকা ধরিয়ে দিয়ে প্রতিমা নিয়ে চলে যাচ্ছেন। পরবর্তীতে পুজা শেষ হলে আর বাকি টাকা পাচ্ছি না। এতে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। তিনি আরো জানান যে বাঙালি বড়ো পূজা বলে কথা যদি মুখ্যমন্ত্রী প্রতিটি ক্লাবে কিছু অনুদান দেয় ভালো হয় । তাঁরাও পূজা করতে পারে আমাদের ভালো হয় ।

Join Telegram

Join Now