আমফানের ক্ষয়ক্ষতি সামালাতে এক্ষুনি রাজ্যেকে ১ হাজার কোটি টাকা দেওয়া হবে।
বসিরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এমনি প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, মৃতদের নিকট আত্মীয়কে ২ লাখ টাকা ও গুরুতর আহতদের ৫০,০০০ টাকা সাহায্য দেওয়া হবে।
হেলিকপ্টারে সাইক্লোন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আমি সব ঘুরে দেখেছি। বাংলার এই কঠিন সময়ে বাংলার পাশে থাকব। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করেন মোদী। এরপরই বসিরহাটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বারবার বলেন, ‘বাংলার পাশে আছি।’
অন্য একটি কপ্টারে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয়মন্ত্রী দেবশ্রী চৌধুরী, ধর্মেন্দ্র প্রধান সহ আরও অনেকে।
মূলত উত্তর এবং দক্ষিণ ২৪পরগণার একেবারে ভেঙে পড়া এলাকাগুলি ঘুরে দেখেন তারা। দুটি হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথেই চলছে নজরদারি। মনে করা হচ্ছে, পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। এরপর বসিরহাটে প্রশাসনিক বৈঠক শুরু হবে।
















