অতিমারী পরিস্থিতিতে বিধি নিষেধ মেনেই এবারও পুজোর আয়োজন করা হচ্ছে
গতবারের মতো এবারও দুর্গা পুজোয় (Durga Puja 2021) কড়া নিয়ম থাকবে। অতিমারী (Pandemic) পরিস্থিতিতে বিধি নিষেধ মেনেই এবারও পুজোর আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বৈঠকে বসছে ‘ফোরাম ফর দুর্গোত্সব’। জানালেন সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু (Saswata Basu)।
কোভিড (COVID-19) পরিস্থিতিতে গতবার থেকেই ম্লান বাঙালির সেরা উত্সব। খোলা প্যান্ডেলে হয়েছিল পুজো। এবারও তেমন ব্যবস্থাপনা থাকছে বলে জানিয়েছেন শাশ্বত বসু। এবার ১৫ থেকে ২৫ জনই মন্ডপে প্রবেশ করতে পারবেন। দূরত্ববিধি মেনেই হবে অঞ্জলির আয়োজন ও ভোগ বিতরণ। প্যান্ডেলের শিখর বেশ উঁচু করা হবে। ক্লাবের ১০ থেকে ১৫ জন সদস্য একবারে মন্ডপের ভিতরে থাকতে পারবেন। মণ্ডপ সজ্জার দায়িত্বে থাকা কর্মী, ঢাকী, স্বেচ্ছাসেবী, পুরোহিত, যাঁরা পুজোর সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। অনেকের ইতিমধ্যেই টিকার (Corona Vaccine) দু’টি ডোজ হয়ে গিয়েছে। যাঁরা এখনও টিকা নিয়ে উঠতে পারেননি, ক্লাবের পক্ষ থেকে তাঁদের টিকাকরণের বন্দোবস্ত করা হবে বলেই জানানো হয়েছে। এবারও মাস্ক পরা বাধ্যতামূলক এবং মণ্ডপে স্যানিটাইজেশনের যাবতীয় ব্যবস্থা রাখা হবে।