২ মে নির্বাচনের ফল ঘোষণার পরে অশান্তির হুমকি

খাদ্যমন্ত্রীর হুংকার, ‘দুই তারিখের পর কী পরিণাম হবে, ওরা (বিজেপি) বুঝতে পারছে না। শান্ত হাবরা অশান্ত হবে। নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপেও অভিযোগ করেছি। কিন্তু ওরা কোনও ব্যবস্থা নেয়নি। সবাইকে চিহ্নিত করে রাখছি। ২ তারিখের পরে সবাইকে ধরা হবে। তাদের এমন ধরা হবে আর তারা ছাড়া পাবে না।’

আগামী 22শে এপ্রিল রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ওই দিন উত্তর 24 পরগনার 17টি আসনের মধ্যে হাবরা কেন্দ্রেরও ভোটগ্রহণ। হাবরা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী রাহুল সিনহা। রবিবার হাবরায় অমিত শাহের রোড শোয়ের আগে বিজেপির পক্ষ থেকে যশোর রোডের একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটিতে অমিত শাহের কাটআউট ঝোলানো হয়। আরও বেশ কিছু জায়গায় বিজেপি ব্যানার-পোস্টার ঝুলিয়েছে। তৃণমূলের অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিকের পোস্টার খুলে সেখানে বিজেপি নিজেদের পোস্টার ঝুলিয়েছে। তারই প্রতিবাদে রবিবার দুপুরে হাবরা এক নম্বর বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন জ্যোতিপ্রিয় মল্লিক। 

আগামী ২ মে নির্বাচনের ফল ঘোষণার পরে অশান্তির হুমকি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রবিবার জ্যোতিপ্রিয় বলেছেন, ‘২ তারিখের পরে কাউকে ছাড়া হবে না। শান্ত হাবরা অশান্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *