পশ্চিম বর্ধমান জেলা থেকে পালিত হচ্ছে দোল উত্সব
আজ শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা থেকে পালিত হচ্ছে দোল উত্সব। সেই দৃশ্য দেখা মিলল কুড়িটি বিধানসভার সীতারামপুরে হনুমান পল্লীর বাসিন্দারা প্রত্যেক বছরের মতো এ বছরও সিতারামপুর এলাকাজুড়ে শোভাযাত্রার মাধ্যমে দোল উত্সব পালন করলেন ।
যেখানে যুবতী মহিলা ও কচিকাঁচারা নৃত্যের মাধ্যমে এবং একে অপরকে রং লাগিয়ে উত্সব পালন করলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর আমি তুলসিয়ান সঙ্গে বুলা চৌধুরী চৌধুরী ইন্দ্রনিল চৌধুরি নির্মল গুপ্তা মধ্যএশিয়া আমিত আগারওয়াল সহ অনেকে ।