সিসিইউতে স্থানান্তর করা হল সৌরভকে,তিনটি আর্টারিই ব্লক, একটিতে বসানো হল স্টেন্ট

শনিবার সকালে হঠাৎই বেহালায় নিজের বাড়িতেই ব্ল্যাক আউট হয়ে যান সৌরভ । জিম করতে করতেই পড়ে যান তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় উডল্যান্ডসে ,বাড়ছে উদ্বেগ। সিসিইউতে স্থানান্তর করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, ইতিমধ্যে বেশ কয়েকজন ডাক্তারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বেশ কিছু টেস্ট করা হয় সৌরভের।সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবার এবং হাসপাতাল সূত্রে খবর, তাঁর হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। একটি ব্লকেজ সরাতে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। বাইপাস করা হবে কি না সে বিষয়ে কথা চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী স্থিতিশীল সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে আইসিইউ বেডে দেওয়া হয়েছে। 

মায়ো কার্ডিয়াক ইনফার্কশনে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়।কী এই মায়ো কার্ডিয়াক ইনফার্কশন? কীভাবে হয় চিকিৎসা?চিকিৎসক মনতোষ পাঁজা বলেন, মায়ো কার্ডিয়াক ইনফ্রাকশন হলে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করতে হয়। দেখতে হয় কতটা ব্লকেজ আছে। আর্টারি বন্ধ থাকলে তা খোলার জন্য প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি করে আর্টারি খুলে দিতে হয়। করোনা আবহে সাধারণ ভাইরাস সংক্রমণের জেরে আর্টারি বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে অনেকের। কিন্তু এক্ষেত্রে দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *