আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় টুকলি করতে অভিনব পন্থা

Published on: September 27, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

সরকারি স্কুলের শিক্ষক (Teachers) নিয়োগের পরীক্ষায় টুকলি করতে অভিনব পন্থা আবিষ্কার করলেন বেশ কিছু পরীক্ষার্থী। ধরা পড়ে পুলিশের জালেও জড়ালেন অন্তত ৪০ জন। তাঁদের টুকলির ধরণ দেখে তাজ্জব পরীক্ষক থেকে শুরু করে পুলিশ, সকলেই। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বিভিন্ন জেলায়।রাজস্থান এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্স বা রীট পরীক্ষা ছিল রবিবার।

তাতে টুকলি করার জন্য হাওয়াই চপ্পলের মধ্যে ব্লুটুথ স্পিকার লাগিয়ে বসেছিলেন পরীক্ষার্থীরা। এই ব্লুটুথ স্পিকারের মাধ্যমে ফোনও করা যায়। একজন ধরা পড়তেই ফাঁস হয়ে যায় বড় চক্র। একে একে সারাদিন ধরে ৪০ জনের বেশি রীট পরীক্ষার্থী পরীক্ষায় টুকলি করার জন্য গ্রেফতার হয়েছেন। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও অন্তত ২৫ জনকে। পুলিশ জানিতে পেরেছে এই অভিনব ব্লুটুথ হাওয়াই চপ্পলের এক একটির দাম ৬ লক্ষ টাকা।

এই গোটা প্রক্রিয়ার পিছনে রয়েছেন এক মহিলা, যিনি এই চপ্পলে ব্লুটুথ লাগিয়ে তা বিক্রি করেছেন পরীক্ষার্থীদের কাছে। পুলিশ তাঁকেও গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ওইসব চপ্পলের নীচে একটি করে ছোট ব্যাটারি এবং একটি সিম কার্ড লাগিয়ে দেওয়া হয়েছিল।

এছাড়া পরীক্ষার্থীদের কানের ভিতর লাগানো ছিল ব্লুটুথের মাইক্রো ইয়ারপিস। এই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে পুলিশ সনাক্ত করেছে তুলসি রাম কালেরকে। বিকানিরে তিনি একটি কোচিং সেন্টার চালান। এর আগেও এমন টুকলির ঘটনায় তাঁকে একাধিকবার গ্রেফতার করতে হয়েছে বলে খবর।

Join Telegram

Join Now