শুধু আংটি উপহার দেওয়াই নয়, ঘটা করে চর্চিত প্রেমিকের জন্মদিনও পালন করেছেন
শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং গত বছরের অক্টোবর মাস থেকেই আলাদা থাকছেন। সমস্যা মিটিয়ে নেওয়ার বহুবার চেষ্টা করেছেন রোশন সিং (Roshan Sing), ফল মেলেনি। অবশেষে আদালতের দারস্থ হয়েছেন তিনি। আদালতকে জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চান। এই বিয়ে ভাঙার মুখেই গুঞ্জন শুরু হয়েছে, নতুন প্রেমে মজে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সূত্রের খবর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী। জানা যায়, কিছুদিন আগে অভিরূপের জন্মদিনে তাঁকে হীরে বসানো প্ল্যাটিনামের আংটি উপহার দিয়েছেন শ্রাবন্তী। সেই আংটির ছবি অভিরূপের ফেসবুকের প্রোফাইলেও উঠে আসে। তার কিছুদিন আগেই পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। তবে এই সবটাই ছিল গুঞ্জন আকারে, এবার একটি ছবি প্রকাশ্যে আশার পর দেখা গেল ঘটা করে চর্চিত প্রেমিকের জন্মদিনও পালন করেছেন তিনি। শ্রাবন্তীর বাড়িতেই জমিয়ে বসেছে আসর। অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন সেলিব্রেশনের ছবি দেখে বোঝাই যাচ্ছে অভিনেত্রীর নতুন বন্ধুকে সাদরে গ্রহণ করেছে তাঁর পরিবার।
এবার সামনে এল শ্রাবন্তীর (Srabanti Chatterjee) চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিন সেলিব্রেশনের ছবি। যেখানে কালো শর্ট ড্রেসে অভিনেত্রীকে চেয়ারে বসে থাকতে দেখা যাচ্ছে। পাশের চেয়ারে বসে তাঁর মা। অন্যদিকে কেক কাটার পর সেটা শ্রাবন্তীর দিদি স্মিতাকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে অভিরূপকে। তাঁর পরনে কালো পাঞ্জাবি। ছবি দেখে বেশ বোঝা যায়, অভিনেত্রীর নতুন বন্ধুকে সাদরে গ্রহণ করেছে তাঁর পরিবার।