রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে এবারে নতুন রেকর্ডের হাতছানি

এখনও পর্যন্ত আইপিএল ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব কোহলির। তার ব্যাট থেকে এসেছে ৫৮৭৮ রান। সব সময় কোহলি কোনও না কোনও রেকর্ড গড়ে তোলেন। বিরাট কোহলি প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রান করার লক্ষ্যে পৌছাতে চলেছে।

তার এই নজির গড়তে তার প্রয়োজন ১২২ রান। বিরাটের রান থেকে অন্য ব্যাটসম্যানরা অনেক পিছিয়ে আছে। দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। রায়না করেছেন ৫৩৬৮ রান। তৃতীয় স্থানে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৫২৫৪ রান।
আর চতুর্থ স্থানে রোহিত শর্মা। রোহিত করেছেন ৫২৩০ রান। এখনও পর্যন্ত বিরাট কোহলি একবারের জন্যেও আইপিএল খেতাব পাননি। এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে লড়াকু ভূমিকা পালন করবেন বলে বিশ্বাস।