মাসে ৯৭০০০ টাকা বেতন,৩০০ পদে হবে নিয়োগ

সৌজন্যে :ইন্টারনেট -ইন্ডিয়ান আর্মি, আর্মড ফরসে মেডিক্যাল সার্ভিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ কড়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জনান হয়েছে। দেশ জুড়ে প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ- ১৬.৮.২০২০। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে।


শূন্যপদ-৩০০( ২৭০ ছেলে ৩০ মেয়ে).

শিক্ষাগত যোগ্যতা- প্রাথীদের মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া ডাক্তারি ডিগ্রি থাকতে হবে। যারা ইন্টার্নশিপ শেষ করেছেন ৩০ জুনের আগে বা জুন মাসে তারা কেবল আবেদন করতে পারবেন।বেতন-৯৭০০০ মাসিক.

এই পদে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই কড়া হবে।ইন্টারভিউ হবে আগামী ৩১ অগস্ট। আর্মি হসপিটাল দিল্লিতে। এছাড়া বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের www.amcsscentry.gov.ইন এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

তবে আবেদন ফি বাবদ প্রার্থীদের ২০০ টাকা দিতে হবে। প্রার্থীরা অনলাইনে এই আবেদন ফি দিতে পারবেন। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য www.amcsscentry.gov.ইন এই ওয়েবসাইটে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *