আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

মানুষ হাততালি,ঘন্টা,শঙ্খ ,বাজিয়ে সম্মান জানালো….আরো দায়িত্ব ও নিষ্ঠাবান হবার প্রতিশ্রুতি

Published on: March 22, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
পার্থ মজুমদার :আনন্দবার্তা –ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩৩কোটি ভারত বাসীর কাছে আবেদন করেছিলেন রবিবার ২২শে মার্চ সকাল ৭টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত করোনা ভাইরাস এর হাত থেকে মানুষকে সচেতন করতে ও রক্ষা  করতে জনতা কার্ফু র আবেদন জানান।


 এর পাশাপাশি যে সমস্ত মানুষ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেমন চিকিৎসক ,চিকিৎসাকর্মী ,দমকলবাহিনী,বিদ্যুৎ ,সাফাইকর্মী এবং সংবাদ মাধ্যমের সাথে  যুক্ত ব্যাক্তিদের কাজের স্বীকৃতি দিতে এবং তাদের উৎসাহিত ও সম্মান জানাতে এদিন বৈকাল ৫টার  সময় হাততালি,থালা বাসন ,ঘন্টা ,বাজানোর আবেদন করেন প্রধান মন্ত্রী।সেই আবেদন মোতাবেক এদিন যেমন কোথাও কোনো দোকান -বাজার খোলেনি তেমনি মানুষ ও বাইরে বেরোয়নি। 

এদিকে ঠিক বৈকাল ৫টায় সারা রাজ্যের সাথে সব জেলায় বিভিন্ন জায়গায় মানুষ হাততালি,ঘন্টা,শঙ্খ ,বাজিয়ে  চিকিৎসক ,চিকিৎসাকর্মী ,দমকলবাহিনী,বিদ্যুৎ ,সাফাইকর্মী এবং সংবাদ মাধ্যমের সাথে  যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালো। আমরাও এই রূপ সম্মান পেয়ে কাজের  প্রতি আরো দায়িত্ব ও নিষ্ঠাবান হবো বলে প্রতিজ্ঞা বদ্ধ হলাম।

Join Telegram

Join Now