ভুয়ো টিকাকরণ শিবিরে ভ্যাকসিন নিয়ে কেমন আছেন সাংসদ মিমি চক্রবর্তী ?
ভুয়ো টিকাকরণ শিবিরে ভ্যাকসিন নিয়ে কেমন আছেন সাংসদ মিমি চক্রবর্তী? তার বিস্তারিত তথ্য দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন নেওয়ার পর থেকে পেটের ব্যাথায় ভুগছিলেন অভিনেত্রী। করিয়েছিলেন লিভারের টেস্টও।
মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, মিমির সঙ্গে তাঁর কথা হয়েছে। সাংসদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মিমির আগে থেকেই গলব্লাডারের সমস্যা ছিল। সেই কারণেই অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।
উল্লেখ্য, গত মঙ্গলবার কসবার ভুয়ো টিকাকরণ শিবির থেকে টিকা নিয়েছিলেন মিমি চক্রবর্তী। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। তারপরই খবর মেলে ওই ক্যাম্পের সরকারি অনুমোদন ছিল না। ভুয়ো IAS অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতারও করেছে পুলিশ। টিকা নেওয়ার পরে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মিমি জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে। কিন্তু শুক্রবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন,মিমির শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো আছে।