বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির বার্ষিক সাধারণ সভা

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজ বর্ধমান রিক্রিয়েশন ক্লাবে সংগঠনের 23 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, সংগঠনের রাজ্য কমিটির সদস্য বৈদ্যনাথ কোঙার, সুশান্ত বন্দোপাধ্যায়, রণেন শীল, সুপ্রকাশ চৌধুরী পিন্টু প্যাটেল অনুপম চট্টোপাধ্যায় সহসংগঠনে অন্যান্য সদস্য বৃন্দ।

এদিনের সভা প্রসঙ্গে রাজ্য কমিটির সদশ্য বৈদ্যনাথ কোঙার বলেন,’ বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদপত্র ও সাংবাদিকদের স্বার্থে কাজ করে যাচ্ছে। এই সভার মাধ্যমে সাংবাদিকদের যাবতীয় সমস্যা প্রশাসনের নজরে আনতে আগামী দিনেও সংগঠন কাজ করবে বলে এ দিন জানান বৈদ্যনাথ বাবু। এদিনের সভায় উপস্থিত হয়ে নবনিযুক্ত জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল বলেন,’
সাংবাদিকদের যাবতীয় সমস্যা, অভাব অভিযোগ ইত্যাদি জানতে খুব শীঘ্রই জেলার সমস্ত সাংবাদিকদের সঙ্গে আমি মিলিত হব এবং তারপর কিভাবে সেই সমস্যা দূরীকরণ করা যায় সে বিষয়ে নির্ধারিত পদক্ষেপ মেনে অগ্রসর হওয়ার চেষ্টা করব।’ সম্পূর্ণ কোভিড বিধি মেনে এদিনের সভা অনুষ্ঠিত হয়, এবং এদিনের সভায় সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়।