ভাতার আর্জি জানিয়ে অবস্থান বিক্ষোভে সামিল
পূর্ব বর্ধমান:- দিদি আমাদের বাঁচাও পোষ্টার নিয়ে অবস্থান বিক্ষোভে সরব হলেন মিনিবাস এসোসিয়েশনের কর্মকর্তারা।মূলত এদিন বর্ধমান আলিশা বাস টার্মিনারে বাস মালিক,চালক,খালাসি অবস্থান বিক্ষোভে সামিল হন।কার্যতঃ কেন্দ্রীয় সরকার যে ভাবে ডিজেল পেট্রোল গ্যাসের ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দাম বৃদ্ধি পেয়েছে তাঁরই জন্য এই অবস্থান বিক্ষোভ ।
মিনি বাস এসোসিয়েশনের সম্পাদক বাবলু শর্মা জানান,ডিজেল পেট্রোল গ্যাস যে ভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে তাতে করে আগামীদিনে বাস চলাচল বন্ধ রাখতে বাধ্য থাকবেন।ইতিমধ্যে জেলা প্রশাসনকে লিখিত আকারে জমা দেয়া হয়েছে। এছাড়া টোটোর জন্য যাত্রী সমস্যা, গত বছরের মতো এবছরও বাস ব্যবসা একেবারে বন্ধের মুখে। সুতরাং এর জেরে চরম ক্ষতিগ্রস্ত বাস মালিকরা। তিনি আরো জানান,কলকাতায় যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে পরিবহনের ক্ষেত্রে সরকারি ভাতা দেওয়া হচ্ছে, মূলত ভাতার আর্জি জানিয়ে আবেদন চেয়ে অবস্থান বিক্ষোভ মিনিবাস ব্যবসায়ীদের।