আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

কার্ড দেখালও মিলছে না রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে

Published on: October 13, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রতিটি স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল রক্তদান শিবির করতে ব্যস্ত, কিন্তু সেই রক্তদান শিবিরে কার্ড দেখালও মিলছে না রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, এমনই অভিযোগ সাধারণ মানুষের, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কার্ড দেখে ব্লাড চাইতে গেলেই সেখানে তারা বলেন ডোনার নিয়ে আসতে হবে তারপরে ই রক্ত পাওয়া যাবে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল রক্ত বিভাগের,সাধারণ মানুষ বর্ধমান মেডিকেল হসপিটালে কাড দেখিয়ে মিলছে না ব্লাড , উপরন্তে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে ছবি তুলতে বাধা,

ব্লড ব্যাংকে আধিকারিক সঙ্গে কথা বলতে গেলে বলেন কে ঢুকতে বলেছে আপনাকে বেরিয়ে যাবে এখান থেকে,অপরদিকে হসপিটালের সুপার তাপস ঘোষ এই বিয়ষকে তীব্র নিন্দা জানিয়েছেন , যে এরকম সাংবাদিক সাথে খারাপ আচরণ করেছে তার বিরুদ্ধে,সাধারণ মানুষ বলেন হসপিটাল একেবারে হয়ে গেছে ঘুঘুর বাসা, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসেন পরিষেবা পেতে আর সেই পরিষেবার পেতে গিয়ে ব্লাড না পাওয়ায় তাদের মহাসংকটে সম্মুখীন হতে হচ্ছে। শহরে মানুষ তো ডোনার হয়তো পেয়ে যেতেও পারে কিন্তু গ্রামের মানুষ যারা দূরদূরান্ত থেকে আসেন

তারা হঠাৎ করে কোথা থেকে ডোনার নিয়ে আসবেন এই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকের আধিকারিক দের সঙ্গে, সাধারণ মানুষদের দাবি তাহলে এত রক্তদান শিবির হচ্ছে, এত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জমা পড়ছে। তার সত্ত্বেও কার্ড দেখালে রক্ত পাওয়া যাচ্ছে না কেন এরপর থেকে তারা ব্লাড ডোনেশন ক্যাম করবেন না, এমনই বক্তব্য রাখছেন বেশ কিছু সাধারণ মানুষ, যদিও এই বিষয়ে বর্ধমান মেডিকেল কলেজের হসপিটালের সুপার জানান এরকম কোন বিষয় নয় যেখানে ব্লাড পাওয়া যাচ্ছে না এটা হয়তো কিছু ভুলবশত তর্ক বিতর্ক ঘটনা ঘটে থাকতে পারে সেই বিষয়টিও তিনি দেখছেন এবং সাংবাদিকদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছেন সেই বিষয়ে তিনি তীব্র নিন্দা জানিয়েছেন

Join Telegram

Join Now