বর্ধমানে করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করতে হ্যান্ড মাইক নিয়ে প্রচার শুরু করল রেল পুলিশ

করোনা সম্পর্কে যাত্রীদের সচেতন করতে হ্যান্ড মাইক নিয়ে প্রচার শুরু করল রেল পুলিশ। করোনার তৃতীয় ঢেউ রুখতে রাজ্য সরকারের বিধি নিষেধ আরোপের জেরে সোমবার সকাল থেকে বর্ধমান রেল স্টেশনে রেল পুলিশের বাড়তি তত্‍পরতা চোখে পড়ে। বর্ধমান জিআরপি-র পক্ষ থেকে এদিন প্ল্যাটফর্মগুলিতে মাইক হাতে প্রচার চালাতে দেখা যায় রেল পুলিশ কর্মীদের।তাতে কাজ হচ্ছে অনেকটাই। যাত্রীদের বেশিরভাগকেই মুখে মাস্ক লাগাতে দেখা গিয়েছে।

হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। বর্ধমান শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েক মাস করোনার সংক্রমণ তলানিতে এসে পৌঁছলেও গত তিন দিনে তা আবার বাড়তে শুরু করেছে। একইভাবে করোনার সংক্রমণ বাড়ছে রাজ্যের সর্বত্র। তাই গোষ্ঠী সংক্রমণ রুখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। সেখানে লোকাল ট্রেন চলাচলের সময়সীমা যেমন বেঁধে দেওয়া হয়েছে, ঠিক তেমনই যাত্রীদেরও সচেতন থাকতে বলা হচ্ছে। লোকাল ট্রেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সকাল থেকে দেখা গেল বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মগুলিতে থিকথিকে ভিড়। বেশির ভাগ লোকাল ট্রেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশ মানা হচ্ছে না। যাত্রীদের অনেকের মুখে মাস্ক সেভাবে দেখা যাচ্ছিল না। এরপরই বর্ধমান জিআরপি থানার পক্ষ থেকে প্রচার শুরু হয়। হ্যান্ড মাইক নিয়ে ট্রেনের সামনে দিয়ে প্রচার শুরু করেন রেল পুলিশ কর্মীরা। সেখানে প্রত্যেক যাত্রীকে মাস্ক পরতে বলা হয়। পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রেখে চলাচল করার আবেদন জানানো হয়।

শুধু প্ল্যাটফর্মে প্রচারই নয়, ষ্টেশনের ওভার ব্রিজে যাতে ভিড় না হয় তা দেখতেও তত্‍পরতা শুরু করে পুলিশ। ভিড় করে থাকা যাত্রীদের ওভারব্রিজ থেকে প্লাটফর্মে নেমে যেতে বলা হয়। এই নজরদারি আপাতত অব্যাহত থাকবে বলে বর্ধমান জিআরপি থানা ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে। যাত্রীরা বলছেন, করোনার সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন সকলেই। এখন অনেকেই মাস্কে মুখ ঢাকছেন।

তবে ভিড়ের কারণে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছে, তা মেনে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এর জন্য লোকাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। তাঁদের বক্তব্য, কোন প্লাটফর্মে কোন ট্রেন কখন ছাড়বে তা আগাম জানানো হলে রেল ওভার ব্রিজে যাত্রীদের ভিড় অনেকটাই কমতে পারে। তবে রেল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকলেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *