বিষ্ণুপুর মল্ল রাজ পরিবারের এক সদস্যের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য
নিজস্বসংদবাদদাতা:বাঁকুড়া – মন্দির নগরী বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী হিসেবে বিখ্যাত গোটা বিশ্ব জুড়ে । এবার মল্ল রাজাদের রাজপরিবারের এক সদস্য সলিল সিংহ ঠাকুরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুর শহরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা । পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করেন এবং গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতাল ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া ।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে । পারিবারিক অশান্তির জের নাকি মানসিক অবসাদের জেরে তিনি এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছেন সেই প্রশ্নই এখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে । পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ।
স্থানীয় কাউন্সিলর শ্রীকান্ত ব্যানার্জি বলেন ,আমি খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছাই এবং থানার আইসিকে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা আসেন । তবে তিনিও বুঝে উঠতে পারছেন না ঠিক কি কারণে তার মৃত্যু হল । ।