নিটে ১৪২৫০ র্যাঙ্ক করে ডাক্তারি পড়ার সুযোগ পেলো মালদার ছাত্র
মালদা :- ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ১৪২৫০ র্যাঙ্ক করে এমবিবিএস পড়ার সুযোগ পেল গাজোল ব্লকের গাজোল মসজিদপাড়া এলাকার ছাত্র ইনজামামুল হক । রবিবার তাঁকে সংবর্ধনা জানাতে ছুটে আসেন পাড়া পতিবেশি ও বন্ধু বান্ধবেরা ।রবিবার মিষ্টিমুখের মধ্য দিয়ে ইনজামামুল হককে ফুলের তোড়া, দিয়ে সংবর্ধনা জানালেন এলাকার লোক জন , বন্ধু বান্ধব ও কোচিং শিক্ষক কামাল হক ।
এছাড়া ও গাজোলের রাজারামচক গ্রামের আরেকজন উত্তীর্ণ নিট পরীক্ষাতে ২৫৮৮৬ রেঙ্ক করে থাকেন মামুন হাসান তার প্রাপ্ত নাম্বার ৫৮৫ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইনজামুল হকের বাবা চা বিক্রি করে অভাবের সংসার চালান বাবা আনওযারুল হক । আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ইনজামামুল সাফল্যে গর্বিত পরিবার সহ গোটা গ্রাম।সংসারে রয়েছে স্ত্রী আর দুই ছেলে ।
অভাবের সংসারে কঠোর পরিশ্রম করে ছেলে কে পড়াশোনা করিয়েছেন তিনি। সোমবার সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের ফলাফল প্রকাশিত হতেই আনন্দের জোয়ার ইনজামামুল হক এর ঘরে।তার প্রাপ্ত নম্বর ৬১২।ছেলের সাফল্যে আপ্লুত বাবা ও মা ।