বিজেপি কর্মী ও তার স্ত্রী কে বাড়ি থেকে অপহরণের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে

প্রসেনজিৎ রায় :পূর্ব মেদিনীপুর
বিজেপি কর্মী ও তার স্ত্রী কে বাড়ি থেকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার মহম্মদপুর এলাকায়। মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিমবাড় গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী নিতাই প্রামাণিক।
মঙ্গলবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা নিতাই প্রামাণিক ও তার স্ত্রী রাধারানী প্রামাণিক কে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে দূষ্কৃতকারীদের হাতে আহত হয়েছেন ভগবানপুর থানার এএসআই অনিরুদ্ধ চক্রবর্তী। তার মাথায় আঘাত লেগেছে।
ভোররাতে একটা ঝোপের মধ্য থেকে বিজেপি কর্মীরা উদ্ধার করেছে অপহৃত বিজেপি কর্মী ও তার স্ত্রীকে। আহত বিজেপি কর্মী ও তার স্ত্রী কে ভগবানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।