আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সৌরভের দাবি ‘র‍্যাগিং হয়নি, ঝাঁপ মেরেছিল ও

Published on: August 20, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রশ্ন উঠেছে যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনার পিছনে কি র‍্যাগিং ?সৌরভ চৌধুরীকে বলতে শোনা গেল, ‘মৃত পড়ুয়াকে র‍্যাগিং করা হয়নি।নিজেই হস্টেলের বারান্দা থেকে ঝাঁপ দেয়!’আলিপুর আদালতে  রবিবার সৌরভ সহ আরও কয়েকজনকে আনা হয়।প্রিজন ভ্যানে তোলার সময় সৌরভ চিত্‍কার করে বলতে শুরু করেন, ‘কোনও র‍্যাগিং করা হয়নি।আমাদের ফাঁসানো হচ্ছে।

সৌরভ বলে  আমাদের চোখের সামনে বারান্দা থেকে ঝাঁপ দিয়েছিল ওই ছাত্র। ৯ অগস্ট মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্রের।মৃত্যুর আগে তাকে র‍্যাগিং করা হয় বলে অভিযোগ ওঠে।এই ঘটনায় সৌরভের প্রথম নাম জড়ায়।সৌরভ ২০২২ সালে স্নাতকোত্তর পাশ করলেও হস্টেলেই থাকত। হস্টেলে দাপট ছিল সৌরভের বলে অভিযোগ।

সৌরভ র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন।আমরা কোনও অপরাধী নই। আমরা সঠিক বিচার দাবি করছি।’এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সরকারি আইনজীবী বলেন, ‘এই ঘটনার পিছনে একটা অত্যাচারের গল্প আছে। যা তদন্তে উঠে আসছে।’ অভিযুক্তরা নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন।

Join Telegram

Join Now