আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ঊনকোটি জেলার প্রতিটি থানা এলাকায় রোড মার্চ শুরু

Published on: December 16, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আসন্ন বিধানসভা ভোটের পূর্বে এিপুরায়,ঊনকোটি জেলা আরক্ষা দপ্তরের পক্ষ থেকে ঊনকোটি জেলার প্রতিটি থানা এলাকায় রোড মার্চ শুরু হয়েছে। রোড মার্চের নেতৃত্বে ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডি. দারলং সহ জেলার অন্যান্য পুলিশ অফিসার সহ পুলিশ কর্মী, টি.এস.আর, সি.আর.পি.এফ জওয়ানরা। রোড মার্চটি মুলত কৈলাসহর মহকুমার ইরানি থানা কমপ্লেক্স থেকে শুরু হয়ে ইরানি বাজার,

 

বাবুর বাজার, টিলাবাজার লক্ষীপুর ইতাদি এলাকা পায়ে হেটে কৈলাসহর থানা কমপ্লেক্সে এসে বিকাল চারটা নাগাদ ফের কৈলাসহর থানার অধীনে চন্ডিপুর শ্রীরামপুর এলাকায় রোড মার্চ করে পুনরায় শ্রীরামপুরে গিয়ে সমাপ্ত হয়। রোড মার্চ শেষে ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে, ঊনকোটি জেলার অধীনে কৈলাসহর,

 

ইরানি, ফটিকরায়, কুমারঘাট এবং পেচারতল এই ৫টি থানা এলাকাতে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের অশান্তির পরিবেশ যেন সৃষ্টি না হয় তারজন্য, নিয়মিত ভাবে জওয়ানরা রোড মার্চ করবে। তাছাড়া অবৈধ ভাবে ড্রাগস সহ বিভিন্ন নেশা সামগ্রী উদ্ধারের জন্য প্রতিদিন জেলার ৫টি থানার অধীনে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানও চলবে। এছাড়াও তিনি আরো বলেন।

Join Telegram

Join Now