বাঁকুড়ার তিন বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ নির্বাচনী জনসভা করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া – সৈয়দ মফিজুল হোদা : আমি ভাঙি তবু মচকাইনা। বাঁকুড়ার কোতুলপুরের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন আমার মা বোনেরা সজাগ থাকুন কোন বহিরাগতদের প্রবেশ করতে দেবেন না বহিরাগতরা এলে তাদের ঝাঁটা হাতে বিদায় করুন। আর বিজেপি ভেবেছিল আমার একটা পা ভেঙে আমাকে ঘরবন্দি করে রাখবে কিন্তু ওরা পারল না আমার একটা পা ঠিক আছে ওই পা তেই আমি গোল মেরে মাঠের বাইরে বার করে দেব। তিনি বলেন এই নির্বাচন বাংলার নির্বাচন , নির্বাচন এলেই বিজেপি মিথ্যা ভাষণ দেয় তাই বাংলায় বিজেপিকে চায় না বাংলা বর্তমানে শান্তিতে আছে বলে তিনি দাবি করেন । পরে তিনি ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রুনু মেটের সমর্থনে নির্বাচনী জনসভায় অংশ নেন । পরে সেখানে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন খেলা হবে উত্তরে তৃণমূল কর্মীরা দুহাত তুলে জানান খেলা হবে ।
বড়জোড়ার জনসভা থেকে তিনি বলেন , এই বিধানসভা নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে বহিরাগত গুন্ডারা আপনার ঘরবাড়ি জায়গা-জমি সব দখল করে নেবে তাই একটা ভোটও বিজেপিকে নয় । কেন্দ্র সরকারকে আক্রমণ করে তিনি আরও বলেন , আমি বিনা পয়সায় চাল দেবো আর সাড়ে আটশ টাকা দিয়ে আপনারা গ্যাস কিনবেন নরেন্দ্র মোদি সরকার সাধারণ মানুষদের বিনা পয়সায় গ্যাস দাও মানুষকে রান্না করে খেতে দাও । বাংলার ছাত্র ছাত্রীদের আগামীদিনের দিশা দেখালেন মুখ্যমন্ত্রী তিনি বলেন , বাংলার ছাত্র-ছাত্রীদের জন্য দশ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করা হবে চার পার্সেন্ট সুদে সেই টাকা দিয়ে ছাত্র ছাত্রীরা ডাক্তার ইঞ্জিনিয়ার ও বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারবে । নরেন্দ্র মোদি নিজের নামে স্টেডিয়াম করেছে দুদিন পর নিজের নামে স্ট্যাচু করবে আগামী দিনে দেশের নাম টাও নিজের নামে রাখবে । এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বড়জোড়াতেও খেলা হবে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের খেলা হবে ।