বর্ধমানের দামোদর নদীতে মৃত ব্যক্তি জ্যান্ত হয়ে উঠলো
পূর্ব বর্ধমান :পিন্টু প্যাটেল-হাস্যকর খবর উঠে এলো বর্ধমান জেলা শহর বর্ধমানের দামোদর নদী তে। এক ব্যক্তিকে মৃত ভেবে শুয়ে থাকতে দেখা যায় এমনটাই জানিয়েছেন এলাকার মানুষজন।বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকে এলাকার মানুষজন ।তখনও তার কোনো হুস নাই ।এলাকার মানুষজন যখন জলে নামে।তখন দেখা যায় নিশ্বাস চলছে।
ব্যক্তি দেহ টি যখন তুলে নিয়ে আসে সেই সময় তিনি নড়েচড়ে বসে।অবাক হয়ে যাই ওই মানুষ জন। এবং মানুষজনকে জিজ্ঞাসা করতে থাকে কী হয়েছে আমার?? কথার কোনো উত্তর মেলে না শুধুই মানুষজন হা হা করে হাসতে থাকে।
দামোদর নদীতে ঘুরতে আসা মানুষজন দেখে অবাক মৃত ব্যক্তি জ্যান্ত হয়ে উঠলো কিভাবে আর হাসতে থাকে হা হা করে।
মৃত ভেবেই এলাকার মানুষজন পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে বর্ধমান পুলিশ এসে উপস্থিত হয় এবং তারাও এই ঘটনাকে দেখে হাসতে থাকে এবং অবাক যে মৃত ব্যক্তি পড়ে থাকতে দেখা যায় বলে ফোন আসে আমাদের কাছে এ দেখি জ্যান্ত হয়ে গেল কি করে। এমনটাই ছবি ধরা পড়লে আমাদের ক্যামেরায়।